অশরীরী
অমাবস্যার রাতে জল ভেজা ঘাটে
নিস্তব্ধ চারদিক লোক নাই হাটে
চিরচেনা ভবের হাট অন্ধকারে ঢাকা
সুনসান নীরবতা পথ ঘাট ফাঁকা
কেউ যেন হেঁটে যায় গুটি গুটি পায়ে
অশরীরী বসে আছে একলা নায়ে
তবু যেন ভয় নেই অদ্ভুত পরিবেশ ভারী
সরে গেছে মাটি আমি কি অশরীরী?
পাখির চোখ নীলিমায়
পদপিষ্ট মুড়মুড়ে পাতায় সাজানো বিরানভূমি
খোলা আকাশের নিচে একলা পথিক
চোখে মুখে বিধ্বস্ততার চিহ্ন
সাদা আকাশ যেন তার হৃদয়ের প্রতীক।
নদীর স্রোতে ভেসে গেছে বাঁধ
ঠিক যেন পথিকের ধৈর্য
বুকভরা চাপা আর্তনাদ
জীবনের অর্থ তাকে লড়াই করতে শিখিয়েছে
হারতে হারতে সে শিখছে
পথের খোঁজে দিকহারা পথিক
বুঝি নতুন দামামা বাজছে।