আমার হইয়ো
তুমি আমার বাগানবিলাস হইয়ো,
তোমারে দেখলেই যেন পরিপূর্ণ লাগে।
তুমি আমার চায়ের কাপের চিনি হইয়ো,
মুখে দিলেই অমৃতের স্বাদে পরান জুড়াইয়া যাইব।
তুমি বরং পদ্মবিলের পদ্ম হইয়ো,
যা ছাড়া বর্ষাকালই বৃথা মনে হইব।
তুমি আমার বৃষ্টিভেজা দুপুর হইয়ো
কাঠফাটা রোদে একটু স্বস্তি মিলবে।
তুমি আমার শীতের সকাল হইয়ো,
দূর্বাঘাসের শিশিরগুলা আমারেই বানাইয়ো।
তুমি আমার পশ্চিম আকাশ হইয়ো,
শুকতারার মতো সব সময় আমার সাথে থাইকো।
তুমি নয়তো ময়ূরাক্ষীর হিমু হইয়ো,
কোনো এক রাইতে নীল শাড়ি পরতে কইয়ো।
আর কিছু হও আর না হও,
সবশেষে তুমি আমার হইয়ো!