শিল্পের আশ্রয়

অলংকরণ: আরাফাত করিম

তোমাকে রেখেছি শিল্পের আশ্রয়ে,
উপমার ছায়ায়—
তোমার কথাগুলো সংরক্ষণ করেছি
মুগ্ধতার হিমাগারে।

তুমি নামক পাসপোর্ট সাথেই রাখি;
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে যেতে।
তোমার মিষ্টি হাসির মাঝেই লুকিয়ে আছে
আমার গত জন্মের স্মৃতি।

তুমিই অনাহূতা, তোমাকে রেখেছি সৌন্দর্যের আশ্রয়ে,
রেখেছি শিল্প-সংস্কৃতির মধ্যখানে।