জীবন্ত শরীরে আত্মার মরণ

প্রতীকীছবি: ইমতিয়াজ আহমেদ

খুব সেজে বসে আছি
নববর্ষের দিনে।
তুমি আসবে আবির হাতে।
অথচ, তুমি এলে না।
বললে, এত মৃত মুখের ভিড়ে..
ইতস্তত!
তুমি কি মৃত্যু বোঝো আদৌও?
জীবন্ত শরীরে কত আত্মার মরণ!