অপেক্ষায় আছি
এ বিদ্রোহী বাতাস তোমার আমার বিরুদ্ধে,
আমরা কি পারি না হয়ে যেতে নিরুদ্দেশ?
তোমাকে নিয়ে যেতে চাই সেখানে,
আমার সব অনুভূতি জমানো আছে যেখানে।
তুমি আছ আলো তারায়, নয়ন ভরায়!
আমার সকল সন্ধ্যা শুধু তোমাকেই ভাবায়।
আমার এই বিষণ্ন সুন্দর শহরে,
তোমার অপেক্ষায় থাকা অক্লান্ত প্রহরে,
মগ্ন হয়ে আছি তোমার দুটি আঁখিতে।
যে শহর শুধু তোমার উপস্থিতিতেই বিদ্যমান,
সেখানে নিস্তব্ধ রাতে আমি তোমার অপেক্ষায় রিক্তমান।