অব্যক্ত কথামালা

মডেল: প্রিয়াঙ্কা ও নাহিদ হোসাইন

আজ চোখ মেলাতেও অপরাগতা, অথচ সেই চাহনিতেই একদিন গল্প বোনা হতো।
তোমাকে মহান করে আমি নাহয় নগণ্য হয়ে গেলাম। আপত্তি নেই, এতেই খুঁজে নেব ভালোবাসা।
রাতের আকাশের চাঁদের আলো, শেষ বিকেলে মিষ্টি রোদের আলো, ভোরের কুয়াশা, বাতাসের গন্ধে মিশে আসব তোমার কাছে অস্বীকার করবে কী করে? অবিশ্বাসের দেয়াল ভেঙে আকাশে তাকিও, মেঘেদের কাছে জমা আছে কথা, বৃষ্টি হয়ে পড়বে বলে।
আমার সব কবিতার ছন্দে, গানের সুরে, যার বিচরণ সে আছে মনের মাঝে খুব গোপনে যত্নে, ভালোবাসার চাদরে আবৃত। তুমি যেদিন চলে গেছ, অসীম জলধারা বইছে চোখে। জন্মাল এক দুঃখ নদী।
তোমার সঙ্গে চলে গেছে সব ভালোবাসাও। এখন এই চোখে নেই কোনো ঘৃণা, নেই কোনো চাওয়া। শুধু আছে অপরাধবোধ।
প্রতিটি নির্ঘুম রাতে তোমার জানালার পাশে গিয়ে বলব, ভালোবাসি। ভালোবাসাটা নাহয় আজ মুঠোবন্দী থাকুক, প্রেয়সী।

বন্ধু, ভৈরব বন্ধুসভা