প্রতিবাদহীন অনিমেষ দৃষ্টি নিয়ে,
প্রশস্ত হাতে, নির্বাক দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া।
তার প্রাণহীন মুখোশে, ভীত বিহঙ্গের দল,
তবু তার নেই প্রতিবাদ, হয় না বেপরোয়া।
নির্ঘুম প্রহরীর নজরে চেয়ে থাকা,
কয়লার দুটো চোখেতে তার, পড়ে না কভু ভাঁজ।
দিনের পর দিন কেটে যায় তবু কাকতাড়ুয়া,
একই থাকে, নেই নতুন কোনো সাজ।
ভাবছি কাকতাড়ুয়া হব, নির্বাক কাকতাড়ুয়া।
যার দৃষ্টি বিদ্যমান তবু তা গ্রাহ্য হয় না।
দোষের দর্শী তবু সাক্ষী হয় না। যার আঘাত নেয়ার ক্ষমতা অসীম শুধু আঘাত দেয় না।
একই ঢঙে কেটে যায় তার বহু দিন বহু রাত,
কাঁদে না, হাসে না, হাঁটে না, বলে না কথা কভু।
আষাঢ়ে, শ্রাবণে, তুফানে, গরমে, কাকতাড়ুয়া,
যেখানে ছিল সেখানেই সটান দাঁড়িয়ে থাকে তবু।