তুমি আর ফিরবে না জানি
তবু চেয়ে থাকি, ফিরে আসা পথের দিকে চেয়ে!
তুমি আর ডাকবে না আমার নাম ধরে
তবু আমি বিনিদ্র থাকি, হয়তো কখনো ডাকবে ভেবে
করবে খানিক, সোহাগী শাসন; নয়তো চমকে দেবে-
ভরাট গলার উষ্ণ স্বরে- পেছনে এসে দাঁড়িয়ে।

এখন আর তোমার শাসন নেই, সোহাগ নেই
নেই অভিযোগ না-পাওয়ার, করবে না কখনো অভিমান
তবু এমনি ভুল, হয়তো বেখেয়ালে করে থাকি বারবার।
যখন তুমি ছিলে তখন আমার স্বজনের অভাব ছিল
এখন আমার অসংখ্য স্বজন, অভাব শুধু প্রিয়জনের!
বুঝতে পারি প্রিয়জন আর স্বজনের পার্থক্য,
প্রিয়জনের অভাব, কখনোই পূরণ করতে পারে না স্বজন;
অথচ স্বজনের অভাব, বুঝতেই দেয় না প্রিয়জন।