হেমন্তের চাঁদনি রাতে

প্রতীকী ছবি
রফিকুল ইসলাম রেজা

নিকেল আলোয় চকচকে রোদ
শিশিরমাখা ভোর
স্নিগ্ধ সকাল মানিক জ্বলে
খুলে দিলাম দোর।

হিমেল পরশ দিচ্ছে জানান
আসবে অলস শীত
ধানের খেতে গন্ধ ভাসে
বাজছে নতুন গীত।

হেমন্তের এই চাঁদনি রাতে
মুক্ত স্বাধীন চাঁদ
মেঘের ছুটি, ছুটোছুটি
জোনাকজ্বলা রাত।

মায়াভরা চাঁদের আলো
করছে ঝিকিমিকি
মাছের মতো চোখ ডুবিয়ে
দেখছি আমি একি!

ধানের খেতে হংসপালক
মাটির সোঁদা ঘ্রাণ
নরম কোমল মাটির পরশ
আকুল করে প্রাণ।