default-image

স্বাস্থ্য ভালো থাকে যদি

সুখে ভরে মন

সুস্থ থাকা এই জগতে

খুবই প্রয়োজন।

ভালো কর্ম করতে হলে

সুস্থ অন্তর চাই

সুস্থ দেহে শুদ্ধ মনে

কর্ম করে যাই।

স্বাস্থ্যবিধি মেনে চললে

মনে আসবে সুখ

দেহের শক্তি থাকবে অটুট

দূরে যাবে দুখ।

বিজ্ঞাপন

মহামারি নিচ্ছে কেড়ে

কত মানুষ হায়

পঙ্গু হয়ে থাকবে কেহ

কষ্ট বেড়ে যায়।

সুস্থ থাকার চেষ্টা করি

সঠিক সময় ঘুম

সুষম খাবার খেয়ে বাঁচি

মনে খুশির ধুম।

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন