<p> পাকা ধানের আভা ছড়ায়<br> হেমন্তের এই ভোরে<br> শিশিরভেজা গাছের পাতায়<br> রোদ চিকচিক করে।</p><p> হালকা শীতের শান্ত বাতাস<br> সবার মনে খুশির সুবাস<br> ফসল কাটার গানে গানে<br> নতুন দিনের আশ্বাস।</p>.<p>ধান কাটার সময় এখন<br>মাঠে কাটে সারা দিন<br>একটু সুখের আশায় ভরা<br>কৃষকের স্বপ্ন রঙিন।</p><p>কিষান বধূর অনেক কাজ<br>হয় না নাওয়া-খাওয়া<br>দুমাসে তার হবে না<br>বাপের বাড়ি যাওয়া।</p>
<p> পাকা ধানের আভা ছড়ায়<br> হেমন্তের এই ভোরে<br> শিশিরভেজা গাছের পাতায়<br> রোদ চিকচিক করে।</p><p> হালকা শীতের শান্ত বাতাস<br> সবার মনে খুশির সুবাস<br> ফসল কাটার গানে গানে<br> নতুন দিনের আশ্বাস।</p>.<p>ধান কাটার সময় এখন<br>মাঠে কাটে সারা দিন<br>একটু সুখের আশায় ভরা<br>কৃষকের স্বপ্ন রঙিন।</p><p>কিষান বধূর অনেক কাজ<br>হয় না নাওয়া-খাওয়া<br>দুমাসে তার হবে না<br>বাপের বাড়ি যাওয়া।</p>