সেই তুমি

লেখক ও তাঁর প্রিয়তমাছবি: সংগৃহীত

আজকের আকাশের চাঁদটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো।
সেই তুমি, যাকে নিয়ে আমি চাঁদের আলোতে ক্লান্ত শহরের পিচঢালা পথে হাতে হাত ধরে কিছুটা পথ হাঁটব।
সেই তুমি, যাকে নিয়ে আমি কবিতা লিখব, গান লিখব, মেঘলা দিনে গিটারে সুর তুলব। তুমি কাঁধে মাথা রেখে চুপটি করে শুনবে।
সেই তুমি, যার জন্য আমি রংধনুর রঙে শাড়ি বানাব, মিষ্টি হেসে টুকটুক পায়ে হেঁটে আসবে আমার কাছে, আর আমি... ভালোবাসার পরশে তোমায় জড়িয়ে নেব।

সেই তুমি আসবে,
রাতের আকাশের তারা হয়ে আমার জ্বলন্ত বুকে চুপটি করে ঘুমিয়ে থাকবে।
ভোরের পাখি হয়ে ঘুম ভাঙাবে,
বাতাসের মতো সারাক্ষণ পাশে রবে,
পড়ন্ত বিকেলের সূর্যের মতো আমার আকাশ রাঙিয়ে দেবে।
সেই তুমি, যার জন্য আমি কবি হব, শিল্পী হব, ভালোবাসার বাতাসে এলোমেলো করে দেব তোমার চুল। হাতে হাত রেখে জগতের বিচিত্র নিয়মগুলো ভেঙে হারিয়ে যাব দূর অজানায়, যেখানে নীলিমা হারায়।

লেখক: বন্ধু, ভৈরব বন্ধুসভা