default-image

মনে আজ

গ্রীষ্মের উত্তাপ, দাবদাহ

উত্তাল ঝড়, সমুদ্রের গর্জন, খরা

যেন কোনো উচ্ছন্ন শহরের ঘর্মাক্ত শ্রমিক

খুব খেপাটে—রগ মেজাজে দিয়েছে দ্রোহের ডাক।

দমকা হাওয়া আজ গ্রাস করে নিয়েছে

আমার সমস্ত কিছু—এ মর্মর দেহ।

ভেঙে আছে মন—নষ্ট জীবন

চরাচর ধূসর মরু, ভঙ্গুর উদ্যান—তবু নাই কেহ

বলিবার—নষ্ট এ গৃহ সাজাবার

কে কোথা কবেকার?

বিজ্ঞাপন

সকলি উচ্ছন্নে যখন

মনে পড়ে শুধু তোমার অম্লান মুখখানি

সেই নম্র শীতল চাহনি

দিতে যদি আনি

রাখতাম আদরে

এ জীবনের মণি করে

উর্বর জমিনের হলুদ পাকা ধানে

গ্রীষ্মের পাকা আমে

আদরের খামে;—

শুধু তোমাকেই চাই

শুধু তোমার অপেক্ষায়।

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন