শুধুই ভালোবাসি তোমায়

অলংকরণ: মাসুক হেলাল

একদিন ভালোবাসার দৃষ্টিতে দেখেছিলাম তোমায়
সেই দিন থেকে অন্ধ আমি, তোমাকে ছাড়া দেখি না কিছুই
প্রতিদিন হৃদয়জমিনে তোমার ভালোবাসা চাষ করি
আগাছা পরিষ্কার করি, জলসেচ দিই, জৈবসার প্রয়োগ করি
ভালোবাসার ফসল তরতাজা হয়ে ওঠে দিনদিন।

শুধুই ভালোবাসি তোমায়,
না, আমি কোনো স্বার্থপর নই
তোমার বিশ্বাসের নদীতে ভাটা পড়বে না কখনো
আমার গোপন ইচ্ছেগুলো মুকুলেই ঝরে যায়
তোমার নিরুত্তাপ অনাদর আর অবহেলায়।

আমি কোনো কবি নই
কবিতার ছন্দে লিখতে পারব না হয়তো তোমার রূপগাথা
তবুও তোমাকে ভালোবাসি বলে হয়তো
চেষ্টার ত্রুটি নেই কোনো তোমাকে নিয়ে কবিতা লেখার
তোমার রূপের সুধা পান করে আমি উন্মাদ কবিই হব।

আমি কোনো চিত্রশিল্পী নই
লেওনার্দো দা ভিঞ্চির মতো আঁকতে পারব না হয়তো
মোনালিসার রহস্যময় হাসিঘেরা তোমার তৈলচিত্র
তবুও ভালোবাসি বলে হয়তো চেষ্টা করে দেখতে পারি
তোমার দেহের ভাঁজের রহস্য ক্যানভাসে আঁকার।