কান পাতলেই ওই শোনা যায় ঝরা পাতার গীত
আলতো পায়ে সবুজ গাঁয়ে নামল বুঝি শীত।
ভোরের শিশির ছুঁয়ে আছে দূর্বাঘাসের বুক
হাসছে বসে হিরের বেশে দেখতে কী যে সুখ!
শর্ষে খেতে কে ঢেলেছে চোখধাঁধানো রূপ
মৌ মেতেছে মধু নিতে মন ছুঁয়ে যায় খুব।
ফুলের হাসি ঝরছে রাশি, গাইছে ভ্রমর গান
হর্ষে আজি নাচছে আহা প্রজাপতির প্রাণ।
নানান জাতের সবজিভরা চোখজুড়ানো মাঠ
গাজর, মুলা, ফুলকপিতে খুব জমেছে হাট।
লাউয়ের ডগায় দুধসাদা ফুল মাখছে গায়ে হিম
নজর কাড়ে পাতার ভাঁজে থোকা থোকা শিম।
শিক্ষাসফর বনভোজনে মুখর সবাই আজ
মোজা-টুপি-সোয়েটারে রকমারি সাজ।
ঘরে ঘরে ইষ্টিকুটুম মধুর কোলাহল
নিসর্গরূপ দেখতে ছোটে পর্যটকের দল।
ক্ষীর-পায়েস আর পিঠেপুলির মিষ্টিমধুর ঘ্রাণ
কুটুম পাখির কলরবে যায় জুড়িয়ে প্রাণ।
দেশজুড়ে শীতের আমেজ জমছে দেখো বেশ
সব ঋতুতেই দারুণ সাজে প্রাণের বাংলাদেশ।