সবুজ গাঁয়ে চল ফিরে যাই
শাপলা ফোটা বিলে
সন্ধ্যা রাতে জোনাক জ্বলে
হারাই আকাশ নীলে।
নোলক পরা শরৎজুড়ে
শাপলা-শালুক ভাসে
পুকুর নদী দিঘির জলে
পাপড়ি ছড়িয়ে হাসে।
দূর মেঘালয় আকাশ সাজে
তুলোর ঝুমকো দুল
লাল গোধূলি সুবাস মাখে
হাসনাহেনা ফুল।
শান্ত নদী পাল তোলা নাও
সাদা কাশের সারি
দেখবে যে এই শরৎরানি
প্রাণ জুড়াবে তারই।