রসের টানে পাখপাখালি

প্রতীকী ফাইল ছবি

রসের টানে খেজুরগাছে
পাখপাখালির ভিড়
মিষ্টি রসের লোভে তারা  
ছেড়ে আসে নীড়।

ভোরবিহানে ছুটে আসে
হরেক রকম পাখি
হর্ষে নাচে খেজুরগাছে
কিচিরমিচির ডাকি।

উড়ে উড়ে ঘুরে ঘুরে
হাঁড়ির কাঁধে বসে
মুখটি তাদের ভরে তুলে
মিষ্টি খেজুর রসে।