মেঘ ও বৃষ্টি

প্রতীকী ছবি
প্রথম আলো

মেঘ যদি হয় ছেলে আমার

বৃষ্টিটা হোক মেয়ে

আসুক না আজ সারাটা দিন

আমার আকাশ ছেয়ে।

মেঘটাকে আজ ঘুম পাড়িয়ে

বৃষ্টিটাকে ডাকি

এদিক–ওদিক দৌড়ে সে তো

দিচ্ছে আমায় ফাঁকি।