সেদিন বৃষ্টি হওয়ার কথা ছিল না।
কারণ তোমার আগমনের পথ চেয়ে বসে ছিল
পাহাড়, নদী, গাছপালা এমনকি আকাশ।
বাগানের তাজা ফুলগুলো ফুটে
অধীর এক অপেক্ষারত।
চারদিকের পরিবেশ যেন এক বর্ণিল সজ্জিত
ঝর্ণাও আরও বেগে ঝরছিল।
পৃথিবীটা যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস
সড়কগুলো যেন জ্যামজটহীন
শহরটা যেন কোন সভ্যতার লীলাভূমি।
অপেক্ষার সেই মাহেন্দ্রক্ষণে
কে যেন দুয়ারে চুপি দিয়ে চলে গেল।
এসে দেখি কেউ নেই;
শুধু ফুলগুলো ঝরে গেল
আকাশটা মেঘাচ্ছন্ন।
শিল্পীর ক্যানভাসে রংহীন তুলি
শহরটা যেন ধ্বংসস্তূপ।