মেঘনা পাড়ের মাঝি

প্রতীকী ছবি।
হাসান রাজা

মেঘনা পাড়ের মাঝি আমি,

মেঘনা পাড়ে বাড়ি।

সকাল সাঁঝে নৌকা আমার

যাচ্ছে দুকূল ছাড়ি।

নদীর বুকে শাপলা তুলে

মাছ ধরিয়া জালে।

যাত্রী সমেত পাড়ি দিই ভাই

হাওয়া তুলি পালে।

চাঁদনি রাতের নরম হাওয়ায়,

নৌকা ভেসে চলে।

দক্ষিণ হাওয়ায় প্রাণ জুড়ায়

মনের বরফ গলে।

ঢেউয়ের পরে ঢেউ এসে

ছন্দ ছড়ায় মনে।

উদাস সুরে নদীর বুকে

আঁচল ছড়ায় কনে।

নৌকা নিয়ে সারাটা দিন

ভাসি পেটের টানে।

মনের ক্লান্তি দূরে সরাই

ভাটিয়ালি গানে।

ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়