মুখ ও মুখোশ

প্রতীকী ছবি

একটি মুখ লুকিয়ে অনেক মুখোশের আড়ালে—
বিভ্রান্ত হচ্ছে সমাজ, প্রতারিত তার মানুষগুলো
বাহারি রঙে বিভিন্ন ঢঙে গিরগিটিও হার মানে
মেকাপে ঢেকে যায় মুখ, উপস্থাপিত সব নকল।

লোলুপে লোপ পায় বুদ্ধি, প্রশ্নবিদ্ধ আত্মসম্মান!
মরীচিকা উৎসর্গ হয়ে ধ্বংস করে সমাজ–সভ্যতা
পারফিউমের কাছে হেরে যায় মানবিক পবিত্রতা
বিশৃঙ্খলার অন্তরালে নিমজ্জিত হয় শান্তির বাণী।

প্রতিবাদী হও হে মানুষ, খুলে দাও লালিত মুখোশ
রক্ষা করো পরিবেশ, নইলে বিধাতা হবে নাখোশ।