মা যে আমার এক পৃথিবী

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

মা যে আমার সুখের আকাশ

মনটা স্নেহে ভরা

মা যে আমার ভালোবাসার

অসীম বসুন্ধরা।

মা যে আমার অমূল্য ধন

সোনার চেয়ে দামি

মনের খবর মা জেনে যান

মা যে অন্তর্যামী।

মা যে আমার এক পৃথিবী

ভালোবাসার ডালা

মা যে আমার হীরা পান্না

মা যে গলার মালা।

মা যে আমার সব সুখেরই

একমাত্র মূল

মায়ের সাথে এই পৃথিবীর

হয় না কারও তুল।