default-image

আমার ভাষা বাংলা ভাষা

সকল ভাষার সেরা

ফাগুন এলে এ দেশ থাকে

ফুলে ফুলে ঘেরা।

বিজ্ঞাপন

আমার ভাষা বর্ণমালা

মায়ের সেরা দান

এই ভাষাতে আমরা সবাই

কণ্ঠে তুলি গান।

আমার ভাষা মায়ের ভাষা

জুড়ায় সবার প্রাণ

এই ভাষা আজ দেশে দেশে

ছড়ায় মধুর ঘ্রাণ।

সুনামগঞ্জ, বাংলাদেশ

বিজ্ঞাপন
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন