মাগো, তুমি কোথায় আছ
কোন সে দূরের দেশে?
কোন আকাশে একলা থাকো
কোন সে তারার পাশে?
তোমার মায়ার আদর–সোহাগ
কপালে না জোটে,
আমার খুশির হিসাব–নিকাশ
হঠাৎ গেল টুটে!
মাগো, তুমি ফিরে এসো
আমায় আদর করো,
হাঁটতে গিয়ে পড়ে গেলে
হাতটি আমার ধরো।
মাগো, তুমি আড়াল হলে
কেমনে ভালো থাকি,
তাই তো মাগো চোখের জলে
তোমার ছবিই আঁকি।
মাধবপুর, হবিগঞ্জ