আমি দূরে থাকলে তুমি যখন
 ভালোবাসার সুতো ধরে টান দাও
 তখন আমি টান টান অনুভব করি।
 মনটা অস্থির হয়ে ওঠে—
 তোমার কাছে ছুটে যাবার জন্য।
 তোমার কাছে গেলে পরম শান্তি পাই।
 আমার কাছে মনে হয় তুমি ম্যাজিশিয়ান।
 ভালোবাসার ম্যাজিক দিয়া
 তুমি কাছে আমায় টানো,
 তুমি ভালোই ম্যাজিক জানো।