default-image

ভালোবাসার লোভে, সুখেদের আশায়

এই যে অযাচিত বেদনা, অব্যক্ত দুঃখ

চাপা পড়ে আছে কত

মলিন দেয়ালে—

তবু ছুটে চলা ভালোবাসার পানে।

আছে কি কেউ, বলবে দেখিয়ে

পথিক, যাও এ পথে—

বাস্তবতা ক্ষুণ্ণ হোক, ভয় নেই তবু

ভালোবাসা এ পথেই আছে।

নিখিল নুহাশ: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন