মহাকাল থেমে,
সমস্ত আকাশ মাটিতে লুটায়ে,
মিলেমিশে একাকার হবে।
তারপর,
নিঃশেষ হয়ে যাব, ভগ্নদশা থেকে হারিয়ে যাব।
নব যৌবনার কপালের টিপ, বাঁকা ঠোঁটের হাসি, চুলের গন্ধ বিলীন করে।
প্রেমের শিকল ভেঙে, হারিয়ে যাব।
সুবোধের উভয়সংকটের অতলে
হারিয়ে যাব নিঃশব্দে, নিঃশেষ হয়ে যাব।
তারপর একদিন জলাঞ্জলির জঞ্জাল ভেদ করে,
বহুকালের তন্দ্রাকে পাশ কাটিয়ে বলব
ফিরে আসো বোধ!
তোমারি অপেক্ষায় বড্ড ক্লান্ত।