বৃষ্টি ঝরুক দূরের কোন গাঁয়
শীতল হাওয়া লাগুক সবার গায়।
সজীব হয়ে যাকগে পুরো দেশ
সুখের যেন হয় না আদৌ শেষ।
বৃষ্টি ঝরুক ফুলের বাগে আজ
শেয়ার পরুক রং বাহারি তাজ
নদীর বুকে খেলুক হাজার মাছ
বৃষ্টি জলে স্নান করুক গে গাছ।
বৃষ্টি ঝরুক দিন ও রাত্রি জুড়ে
খালে বিলে কিংবা সমুদ্দুরে
কাঠ ফাটা রোদ বিলীন হয়ে যাক
ব্যাঙবাবাজি গ্যাঙর গ্যাঙর গাক।
বৃষ্টি ঝরুক মিষ্টি করে রোজ
ডাহুক পাখি করুক প্রীতিভোজ
মনমহুয়ার বনে লাগুক হাওয়া
যাক মিটে যাক হৃদের যত চাওয়া।