বৃক্ষ বলে- সবুজ বাঁচাও
এই নাও আমার চারা
এই প্রকৃতি রক্ষা করো
বৃক্ষরোপণ দ্বারা।
হারিয়ে যাচ্ছে সবুজায়ন
পাখ-পাখালি বন
বৃক্ষরোপণ করে গড়ো
সবুজ আবাসন।
ফুলে ফলে বন বনানীর
সজীবতা আসে
এসো তবে বৃক্ষরোপণ
করি বারো মাসে।
ঘর আঙিনা ভিটির পাশে
কিংবা ছাদের টবে
হরেক রকম গাছ রোপণে
এগিয়ে আসুন সবে।