বিজয় মানে

প্রতীকী ফাইল ছবি

বিজয় মানে শুদ্ধ চিত্তে ছোট্ট শিশুর হাসি
বিজয় মানে উদাস দুপুর, রাখালিয়া বাঁশি।
বিজয় মানে নীলাকাশে মুক্ত পাখির দল
বিজয় মানে নওজোয়ানের বুকে অসীম বল।

বিজয় মানে নতুন সুরুজ, নতুন স্বপ্ন-আশা
বিজয় মানে লাখ শহীদের রক্তিম ভালোবাসা।
বিজয় মানে মায়ের মুখের একচিলতে হাসি
বিজয় মানে সবুজ-শ্যামল শস্য রাশি রাশি।

বিজয় মানে ইচ্ছেমতো খুকির আঁকাআঁকি
বিজয় মানে ভোরবিহানে পাখির ডাকাডাকি।
বিজয় মানে নতুন সুরে, নতুন দিনের গান,
বিজয় মানে মায়ের প্রতি খোকার বড্ড টান।

বিজয় মানে ক্লান্তি শেষে একটুখানি সুখ
বিজয় মানে গৌরবোজ্জ্বল বাবার হাসিমুখ।
বিজয় মানে স্বাধীন বাংলা, নেই কোনো ডর
বিজয় মানে স্বপ্ন মাখা ষোলোই ডিসেম্বর।