বসন্ত সে তো রঙিন প্রজাপতি

প্রতীকী ফাইল ছবি

বসন্ত সে তো রঙিন প্রজাপতি,
রং ছড়ায় উড়ে বেড়ায় অজস্র যুগলের মাঝে।
কাউকে ভাবায়, কাউকে ভাসায় বসন্তের শাড়ি ও সাজে।
প্রেমিকের দল ছুটে বেড়ায় প্রজাপতির মতো—
বর্ণিল রং ছড়াতে প্রেয়সীর মনে।
কিছু কথা হবে কাছাকাছি, কিছুটা হবে বুঝি গোপনে।
বসন্ত সে তো রঙিন প্রজাপতি উড়ে বেড়ায় ঘুরে বেড়ায়,
আজ এই রঙিন পয়লা ফাল্গুনে।