default-image

বন্ধুসভার বন্ধু যারা

কেমন আছ তোমরা

হানছে আঘাত মহামারি

মুখ রয়েছে গোমরা!

শক্ত মনে চলতে হবে

আঁধার যত দলতে

বন্ধু হয়ে সিন্ধু পথে

একই সাথে চলতে।

সারা দেশে বন্ধুসভার

বন্ধুরা থাক ভালোয়

সবার জীবন ভরে উঠুক

পুলক ঝরা আলোয়।

হাছননগর, সুনামগঞ্জ

বিজ্ঞাপন
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন