পত্র পাঠালাম
বিদুষী আনিকা,
তুমি আমার মা, মেয়ে, বোন ও প্রেমিকা!
সাপ
ভালোবাসাও দু’মুখো সাপ,
বাসলে কাটে
না বাসলে বিষ কাঁটা হয়ে
মন-মগজে-দু’পায় ফোটে,
বেলাজ ব্যথা মহানন্দে
সারা জীবন সঙ্গে হাঁটে।
পত্র পাঠালাম
বিদুষী আনিকা,
তুমি আমার মা, মেয়ে, বোন ও প্রেমিকা!
সাপ
ভালোবাসাও দু’মুখো সাপ,
বাসলে কাটে
না বাসলে বিষ কাঁটা হয়ে
মন-মগজে-দু’পায় ফোটে,
বেলাজ ব্যথা মহানন্দে
সারা জীবন সঙ্গে হাঁটে।