আগের দিনে চুরি হতো
ঘরের ঘটিবাটি
দিন বদলে হচ্ছে চুরি
টাকা হাজার কোটি।
সোনা, রুপা পাইলে চোরে
খুশি হতো বেশ
এখন চোরের খায়েশ যেন
করবে চুরি দেশ।
চুরির টাকায় করত চোরে
খাবার কেনাকাটা
এখন টাকা বিদেশ পাঠায়
বস্তা মোটা মোটা।
দিন যাচ্ছে, বাড়ছে চুরি
পাল্টে চুরির বেশ
খাচ্ছে চোরে ছিড়ে–খুঁড়ে
প্রিয় বাংলাদেশ।