ক্রমশ বাড়ছে রোদের তেজ
পুড়ে যাচ্ছে মায়ার চৌকাঠ
যাপিত জীবন; গেরস্থালি মন
বুকের জমিন, ভাটি নদীর জল
গোলাপের পাপড়ি শুকিয়ে যাচ্ছে
এবং পানকৌড়ির ভেজা পালকও।
ফাল্গুনের উদাস দুপুর; হা–হুতাশ বাতাস পুড়ে যায়
বোটাখসা পাতা ঝরে যায়, মরে যায় অনাহূত সবুজ
কেবলই আমার মনে মেঘলা আকাশ, চোখে উজান নদী
তুমি মুছে না দিলে, এই খর রোদেও শুকাবে না
আমার চোখের নোনাজল।
মাধবপুর, হবিগঞ্জ