নদী ও নারী

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

একটি নদীর নাম ধলেশ্বরী

একটি নারীর নাম ফুলেশ্বরী।

কখনো কখনো একটি নদীকে নারী মনে হয়

কখনো-বা একটি নারীকে মনে হয় বহতা নদী।

নদীর বুকে জমা জল উছলে পড়ে

নারীর বুকেও ভালোবাসার চর জাগে।

তখন সে নারী শুধু একটি নারী নয়

মন ও মননে সে এক উর্বর মোহনীয় ফুলেশ্বরী।

নদী ও নারীর যুগ-যুগের রহস্যময়তায় ভরে থাক

আজকের ধলেশ্বরী ও ফুলেশ্বরী।