দীর্ঘ রাত ধরে পুঞ্জীভূত হওয়া
গভীর ক্ষতগুলো,
উড়িয়ে দিলাম
ভোরের বাতাসে।
কুড়িয়ে নিলাম
জীবনের অপার আনন্দ
বেঁচে থাকার তীব্র বাসনা
আর বিশাল অনুপ্রেরণা।
একটি ভোর
নতুন ভোর।
স্বপ্নের ভোর
জাগরণের ভোর
স্নিগ্ধ ভোর
আনন্দের ভোর।
অপূর্ণতা পূর্ণ হোক
শোক শক্তিতে রূপান্তর হোক,
যন্ত্র থেকে
তারা মানুষ হোক,
অন্ধকার আলোয় দূরীভূত হোক
দুঃখ, সামষ্টিক সুখে উদ্বেলিত হোক।
একটি ভোর
বহু প্রতীক্ষিত ভোর।