দুখু মিয়া

দুখু নামের খোকা এল
কালবৈশাখি ঝড়ে,
উঠলো জেগে ফুল–পাখিরা
কুসুমরাঙা ভোরে।
সুরের পাখি গান ধরেছে
কী যে মায়ার টান,
গাচ্ছে দেখো দোয়েল–কোয়েল
দুখু মিয়ার গান।
দুখু নামের খোকার মনে
জেগে উঠল ছন্দ
মনের ভেতর দোলা দেয়
সেই সুরের গন্ধ।
দুখু মিয়া জাতীয় কবি
মাথায় ঝাঁকড়া চুল,
চলার পথে আদর্শ তিনি
প্রিয় নজরুল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা