দুখী নদী

সুরমা সিলেটের সবচেয়ে বড় নদীছবি: আনিস মাহমুদ

কে এলে গো, চরণ ধুতে দুখী নদীর জলে?
দুখের জলে এলে বুঝি! দুঃখ ঢাকার ছলে?
কেউ রাখে না কোনো খবর হাজার–শত দিন,
কত জোয়ার এল–গেল রাখেনি তো চিন।

শূন্য হৃদয় ভরল নদীর তপ্ত বালুচরে
কাশফুলেরা নদীর কূলে খরায় পুড়ে মরে।
যে পাখিটি ডানা মেলে নাই তো মনের সুখে
সেই পাখিটি হারিয়ে গেল ফাটল নদীর বুকে।

নদীর বুকে দুখের ফসল, নেই তো কোথাও নীর
বৃক্ষরাজি নিধন হয়ে ভেঙে গেছে তীর।
পিয়াস বুকে শূন্যপানে পাখি মেলে পাখা,
হৃদ্‌মাঝারে আছে নদীর বিজন ব্যথা রাখা।

জোয়ার–ভাটা বন্ধ হয়ে হারিয়ে গেছে সুখ
সেই দুঃখের কাতরতায় ভাঙল নদীর বুক।
আসুক ফিরে স্রোতোধারা জাগুক সবুজ বন,
হাসুক আবার নতুন করে দুখী নদীর মন।