জয় বাংলার লোক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
প্রতিকৃতি: আরাফাত করিম

বেজন্মা সব সেদিন রাতে
ট্রিগার চেপে বলে,
বাঙালিরা দিক হারিয়ে
মরুক নোনাজলে।

পিতৃহারা ছেলেমেয়ে
বুকে পোষে শোক,
সোনার বাংলা গড়ছে তারা
জয় বাংলার লোক।

পলাশ, নরসিংদী