ছোটদের নজরুল

চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে কাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

ছোটদের কবি কাজী নজরুল
ছোটদের ভালোবাসতেন,
ছোটদের নিয়ে ছড়া ও কবিতা
ছোটদের কথা লিখতেন।

মায়ের কণ্ঠে প্রভাতী ছড়া
কবির দারুণ সৃষ্টি,
লিচু–চোর আর কাঠবেড়ালী
ছোটদের থাকে দৃষ্টি।

ছোটদের আছে হামদ ও নাত
আরও আছে মিষ্টি গজল,
ছোটদের কাছে জাদুকর তিনি
তিনিই কবি নজরুল।