default-image

ছুটি পেয়ে আজকে আমি ছুটছি ফুলের দেশে

ফুলবাগিচায় হারিয়ে যাব ফুলের মতো হেসে।

আজ সারা দিন কাটব সাঁতার দিঘির জলে নেমে

সাগর–নদী ছাড়িয়ে যাব রব না আর থেমে।

বিজ্ঞাপন

আজ সারা দিন খেলব খেলা প্রজাপতির ঢঙে

ইচ্ছেমতো রাঙিয়ে নেব লাল-সবুজের রঙে।

গুনগুনিয়ে গাইব আমি আজকে অবিরত

মধুর নেশায় হারিয়ে যাব মৌমাছিদের মতো।

বিজ্ঞাপন

তিড়িং–বিড়িং ফড়িং হয়ে নাচব রঙিন গায়ে

ঘাসের ডগা নাড়িয়ে দেব লম্বা চিকন পায়ে।

কিচিরমিচির সুর ছড়াব পাখির গানে গানে

তেপান্তরে হারিয়ে যাব মুগ্ধ সুরের টানে।

বিজ্ঞাপন

নেচে নেচে গাইব আমি মধুর সুরে সুরে

পরির দেশে হারিয়ে যাব হাওয়ায় উড়ে উড়ে।

সকাল–দুপুর–সন্ধ্যা–রাতে দেখে ফুলের মেলা

মনের সুখে হাসব আমি আজকে সারা বেলা।

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম, সিইপিজেড, ইপিজেড, চট্টগ্রাম

মন্তব্য পড়ুন 0