default-image

পাখির দানাপানির চেয়েও বেশি

পড়ছে পেটে তোমার, আবার কোমল পানীয়

অথচ ও বাড়ির মেয়েটি ভূলুণ্ঠিত হলো

আচমকা কিছু ঠাওর করার আগেই।

সুন্দরবনে থাকে বাঘ, এ তো মামুলি কথা

হেলেদুলে তুমি চললে বীরদর্পে

অদৃশ্য লেজ গুটিয়ে সেই যে

দশ বাই বারো বর্গফুটের কোণে।

বিজ্ঞাপন

কী তকমা দেয়া যায় বলো তো

ডিড করে ফেলতে পারো

স্ফিতকায় চুড়ি ফ্যাক্টরির শেয়ার

নইলে পস্তাতে হতে পারে।

লেলিহান দুর্বার শিখার মতো

পুরু চামড়া খসিয়ে নেমে এসো

পথে–প্রান্তরে সর্বহারার চিৎকারে

অসীম ক্ষীপ্রতায় ছিন্ন করো স্থিরতা

সহসভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ

মন্তব্য পড়ুন 0