চাওয়া-পাওয়া

অলংকরণ: আরাফাত করিম

চাওয়া-পাওয়ার হিসাব কষে কেটে যায় বেলা
কাজের সময় পার হয়ে যায় করছি শুধু হেলা।
রঙিন জীবনের স্বপ্ন দেখি ছেঁড়া কাঁথায় শুয়ে
বয়স এবার যাচ্ছে বেড়ে মাথাটা যাচ্ছে নুয়ে।

ওপার বাগানের ফুলগুলো দেখি কতই সুন্দর
খারাপ যত দেখি আমি সবই আমার অন্দর।
এসব কিছু ছেড়ে দিয়ে ভাবছি নিজ স্বর্গবাস!
চিন্তা রেখা দীর্ঘ হয়, ডাকছে আমায় সর্বনাশ।

প্রাপ্তি যদি আকাঙ্ক্ষা থেকে অনেক ছোট হয়
দুঃখী হওয়ার এটাই কারণ সুখের জন্য নয়।
স্বল্প পেলে তৃপ্ত নই কেহই এ জগতের মানুষ
অধিক যদি পেয়ে যাই তবে হয়ে যাই ফানুস।