আওয়াজ শুনে দরজা খুলে দেখি
ঘাসফড়িংটা নাচছে ভীষণ সে কী!
জানতে চেয়ে প্রশ্ন করি যখন,
ঘাসফড়িংটা চিঠি দিল তখন।
যেই না আমি চিঠি নিলাম হাতে
ক্যালেন্ডারও দিল একটা সাথে!
চিঠির বুকে ঘাস-অক্ষরে লিখা
নতুন করে জ্বলুক সুখের শিখা।
এই ধরণি হোক না সবুজ তবে
নতুন করে আলো ছড়াক সবে।
দুঃখের শেষে বাজুক সুখের তান
প্রাণে প্রাণে যাক ছাড়িয়ে নববর্ষের গান!