মিঠেল রোদে মিশে আছে
শর্ষে ফুলের হাসি
মাঠের পরে চারিদিকে
সবুজ রাশি রাশি।
জলের বুকে খেলা করে
দুপুরবেলায় কিরণ
নীলের সাথে সবুজ গাছের
চলছে মহামিলন।
হেমন্তের রূপ খুব অপরূপ
দেখে যাও ভাই এসে
কুয়াশারা উড়ে বেড়ায়
বাতাসেতে ভেসে।
বাড্ডা, ঢাকা
মিঠেল রোদে মিশে আছে
শর্ষে ফুলের হাসি
মাঠের পরে চারিদিকে
সবুজ রাশি রাশি।
জলের বুকে খেলা করে
দুপুরবেলায় কিরণ
নীলের সাথে সবুজ গাছের
চলছে মহামিলন।
হেমন্তের রূপ খুব অপরূপ
দেখে যাও ভাই এসে
কুয়াশারা উড়ে বেড়ায়
বাতাসেতে ভেসে।
বাড্ডা, ঢাকা