খোকার সাধ

প্রতীকী ছবি
অলংকরণ: মাসুক হেলাল

সাধ জেগেছে খোকার মনে

উড়বে পাখির মতো

নীল আকাশে দেখবে উড়ে

বিশ্ব বড় কত।

সাগর নদী পাহাড় দেখবে

সবই ঘুরে ঘুরে

বীরের বেশে চাঁদের দেশে

একাই যাবে উড়ে।

কোথায় আছে মেঘের পাহাড়

বৃষ্টি কেন পড়ে

কোথা থেকে সূর্য ওঠে

শুধু আলো ঝরে।

আকাশপাতাল দেখে খোকা

আসবে যখন ফিরে

শাব্বাশ খোকা বলবে লোকে

খোকার চারপাশ ঘিরে।