খাঁচার পাখি জাপটে ডানা
যেতে চায় যে উড়ে
এত আদর করি তবু
দুঃখ হৃদয়জুড়ে।
বনের মাঝে সঙ্গী সাথি
ওড়ে মনের সুখে
পাখির মনটা ছোটে দূরে
কাঁদে মনের দুখে।
সোনার খাঁচায় বন্দি জীবন
ভালো নাহি লাগে
নীল আকাশে ডানা মেলে
ওড়ার ইচ্ছা জাগে।
স্বাধীনতার সুখ যে কত
বুঝতে পারে পাখি
ছটফটিয়ে তাই তো মরে
কান্না ভরা আঁখি।
আদর যতন দামি খাবার
চায় না পাখি খেতে
মনটা তাহার চায় যে শুধু
একটু মুক্তি পেতে।
মুক্তি পেলে গাছের ডালে
গাইবে মধুর সুরে
ডানা মেলে উড়বে সে যে
পুরো আকাশ জুড়ে।