কৃষ্ণচূড়ার এই ফুলগুলো
হাতছানি দিয়ে ডাকে
হাত বাড়িয়ে ছুঁতে গেলেও
ছুঁতেই পারিনি তাকে।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
কৃষ্ণচূড়ার মেলা
কিচিরমিচির ডেকে ডেকে
পাখি করে খেলা।
কৃষ্ণচূড়ার ফুলের সুবাস
ছুটে আসে নাকে
সূর্যের আলো লাগলে গায়ে
জাগিয়ে দেয় যাকে।
কৃষ্ণচূড়ায় মনটা জুড়ায়
চোখ ধাঁধানো দৃশ্য
লাল সবুজের মিলনমেলা
পাবে না ঘুরে বিশ্ব।