সেদিন আষাঢ় এসেছিল দুয়ারে
বরষার কাব্যকথা বলতে তারে
চলে গেল ঘর দোর ডুবিয়ে উঠোন
চেয়ে দেখি উঠোনে এসেছে শ্রাবণ
প্রকৃতির নিয়মের অকৃপণ আমন্ত্রণ
দুয়ার থেকে বিদায় নিল আষাঢ়
শ্রাবণ জানাল আগমন তাহার
মনের বন্ধন ছিল আছে থাকবে
একে অপরের জড়াজড়ি অঙ্গে
বিজ্ঞাপন
বর্ষায় কাশবনে জল করে টলমল
শ্রাবণ এসে দোলাবে জল ছলছল
মাথা তুলে উঠবে জেগে এক ভোরে
কাশফুলে ছেয়ে যাবে নদীর দুতীরে
বাতাস এলে ওরা নাচবে হেলেদুলে
সাদা সাদা কাশবন হেসে ফুলে ফুলে
বন্ধু তুমিও এসো সেদিন নদীর কূলে
মন মঞ্চে কণ্ঠে ধরব সুর দুজন মিলে।
লন্ডন
মন্তব্য করুন